জেলা প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ০৬:৫৭ পিএম
জামালপুরে চিকিৎসক দম্পতির হামলায় এক সাংবাদিক ও এক চিকিৎসক আহত হয়েছেন।
সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম রনি ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম।
এই ঘটনায় অভিযুক্তরা হলেন- জামালপুর জেনারেল হাসপাতালের দন্তরোগ বিশেষজ্ঞ ডা. ইকরামুল ইসলাম হিটলু তালুকদার ও তার স্ত্রী একই হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শারমিন।
![]()
ভুক্তভোগীরা জানান, হাসপাতালের আউটসোর্সিং-এ নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছিলেন ডা. হিটলু তালুকদার। দুপুরে চিকিৎসক দম্পতি ডা. রনির কক্ষে প্রবেশ করে অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করে। এর প্রতিবাদ করতে গেলে ডা. রনির ওপর হামলা চালায় তারা। এ সময় ফেরাতে গেলে আহত হন সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চিকিৎসকদের সংগঠন ড্যাব। দ্রুত সময়ের মধ্যে এই দুইজনকে গ্রেফতার না করলে চিকিৎসাসেবা বন্ধ করার হুমকি দেন তারা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে চিকিৎসক দম্পতি।
জামালপুর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো. আতিক জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে তারা।
প্রতিনিধি/এসএস