images

সারাদেশ

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি

২৩ জুন ২০২৫, ০৪:২২ পিএম

যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আফিয়া খাতুন (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে কপোতাক্ষ ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, সকাল ৯টার দিকে আফিয়ার বাবা মহিদুল ইসলাম মেয়েকে নিয়ে কলেজ থেকে মোটরসাইকেলে করে বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে কপোতাক্ষ নদের ওপরের ব্রিজ পার হলে পেছন থেকে একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। 

তখন আফিয়া মোটরসাইকেলের পিছন থেকে বাসের চাকার নিচে ছিটকে পড়লে মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। মহিদুল ইসলামও মারাত্বকভাবে জখম হন। এ সময় স্থানীয়রা আফিয়াকে ও তার বাবাকে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত বলে ঘোষণা করেন। মহিদুল ইসলাম চৌগাছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় মৃধাপাড়া মহিলা কলেজে শোকের ছায়া নেমে আসে।  

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত এবং বাবা গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ