images

সারাদেশ

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

উপজেলা প্রতিনিধি

২৩ জুন ২০২৫, ০২:১১ পিএম

মিরসরাইয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় প্রদীপ কুমার দে (৬৫) নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

এর আগে, রোববার রাত ১২টায় মহাসড়কের জামালের দোকান এলাকায় দুর্ঘটনাকবলিত একটি তেলের ট্যাংকারের নিচ থেকে হাবিব উল্লাহ (৬০) নামের এক রোলার চালকের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রদীপ কুমার দে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা এবং বারইয়ারহাট পৌরবাজারে ‘রিয়া টি স্টোর’ নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ছিলেন। সকালে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

অন্যদিকে, হাবিব উল্লাহ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় নতুন বাজার এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, গতকাল (রোববার) বিকেলে জামালের দোকান এলাকায় সড়ক সংস্কার কাজে ব্যবহৃত একটি রোলারের সঙ্গে ধাক্কা লেগে একটি তেলের ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় ট্যাংকারের ইঞ্জিনে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ট্যাংকারের হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকে রোলার চালক নিখোঁজ ছিলেন।

দীর্ঘ ৯ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে আনা ক্রেনের সাহায্যে ট্যাংকারটি তোলা হলে নিচে থেকে হাবিব উল্লাহর মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, ‘রোববার রাতে জামালের দোকান এলাকায় ঢাকামুখী লেনে দুর্ঘটনাকবলিত তেলের ট্যাংকারের নিচ থেকে রোলার চালক হাবিব উল্লাহর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, সোমবার সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে।

এএসআই কামাল উদ্দিন বলেন, ‘সোমবার সকালে বারইয়ারহাট পৌর সদরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ব্যবসায়ী প্রদীপ কুমার দে নিহত হন। পুলিশ যাওয়ার আগেই পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে নিয়ে যান।’

প্রসঙ্গত, গতকাল (রোববার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় বিএসআরএম-এর কনটেইনারবাহী একটি লরির পেছনে স্ক্র্যাপবোঝাই একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকটির চালক ও সহকারী নিহত হন।

প্রতিনিধি/একেবি