জেলা প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ০৭:৪০ এএম
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকা থেকে ৩২.৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২২ জুন) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপারকে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের নুরু মৃধার ছেলে মোহন মৃধা (৩২) ও সাত্তার চোকদারের ছেলে অপু চোকদার (৩২)।
এর আগে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উবাহাটা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই পরিমাণ গাঁজাসহ ২জনকে গ্রেফতার করে। পরে মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
প্রতিনিধি/ এজে