images

সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি বরিশালের বৈছাআ নেতাদের

জেলা প্রতিনিধি

২২ জুন ২০২৫, ০৯:২২ পিএম

দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা প্রদানসহ ৫ দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।

রোববার (২২ জুন) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বৈছাআ-এর জেলা আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ। এ সময় অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিল।

এ সময় সাত কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রত্যাহার, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দৃশ্যমানসহ দোসরদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

আরও পড়ুন

‘জুলাইয়ে ছিন্নমূল মানুষেরাই সবার আগে গুলির সামনে বুক পেতে দিয়েছে’

বৈছাআ-এর বরিশাল জেলা আহ্বায়ক সাব্বির বলেন, গণঅভ্যুত্থানের ১০ মাসেও জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি সরকার। তাই তালবাহানা না করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কী না সিদ্ধান্ত ইসির’ প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানাচ্ছি। এছাড়াও গণহত্যার সাথে জড়িত খুনিদের দৃশ্যমান বিচারসহ আওয়ামী লীগের দোসরদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

প্রতিনিধি/এসএস