জেলা প্রতিনিধি
২১ জুন ২০২৫, ০৬:১৫ পিএম
রাজশাহীর গোদাগাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২১ জুন) পরিচালিত এ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ দিন উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর এবং দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ীহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ও পচা-বাসি খাবার বিক্রি এবং মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে গোপালপুরের খাইরুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক খাইরুল ইসলামকে এবং একই এলাকার মো. টনিকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, কোনো অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এমইউ