images

সারাদেশ

হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

২০ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম

হবিগঞ্জ জেলার মাধবপুর পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ মো. সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় মাধবপুরে মাইক্রোবাসের স্ট্যান্ড থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাই আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ মো. সেলিম ভাঙচুরসহ বিভিন্ন ফৌজদারি অপরাধে যুক্ত ছিলেন। এত দিন তিনি ছিলেন পলাতক আসামি। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে হবিগঞ্জ আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/ এমইউ