জেলা প্রতিনিধি
২০ জুন ২০২৫, ০৬:১৩ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে আলামিন (৪৫) ও রফিকুল ফরাজী (৪৮) নামে ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে একটি চোরাই ইজিবাইক ও একটি ভ্যানসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) ভোররাতে উপজেলার কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ও কাঠালতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন - কাঠালতলা গ্রামের রুস্তুম আলী হাওলাদারের ছেলে আলামিন ও কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কাদের ফরাজীর ছেলে রফিকুল ফরাজী।
এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চোরাই ইজিবাইক, একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি চার্জার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ