জেলা প্রতিনিধি
২০ জুন ২০২৫, ০৫:১৫ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সঙ্গে থাকা আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেনের বাড়ি পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকায়। তিনি আলীউল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারী মহাসড়ক দিয়ে পাটগ্রাম যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। এ সময় বাউরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলের আরোহী মিরাজ ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার অবস্থাও আশঙ্কাজনক।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ