images

সারাদেশ

দেরিতে অফিসে আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শোকজ ঘোষণা

জেলা প্রতিনিধি

২০ জুন ২০২৫, ০২:৪২ পিএম

নির্ধারিত সময়ে অফিসে না আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে। গত বুধবার (১৮ জুন) শোকজ প্রদান করা হলেও বিষয়টি গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশ পায়। আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তাসহ ৮ জন কর্মকর্তা এবং ৭০ জন কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন আরও কয়েকজন। তবে এসব কর্মকর্তা-কর্মচারীরা প্রায় প্রতিদিনই দেরিতে অফিসে আসেন বলে অভিযোগ রয়েছে। এর ফলে পৌরভবনে সেবা প্রত্যাশীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ নিয়ে কয়েকজন ভুক্তভোগী পৌর প্রশাসকের কাছে অভিযোগও করেছেন। অভিযোগের সত্যতা পেয়ে সকল কর্মকর্তা-কর্মচারীদের শোকজ করেছেন পৌর প্রশাসক।

ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ‘পৌর বিধিমালা অনুযায়ী প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। কিন্তু আমি অফিসে গিয়ে যথাসময়ে কাউকে উপস্থিত পাইনি। এজন্য সবাইকে শোকজ করেছি। যদি কারও শোকজের জবাব সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি