images

সারাদেশ

দিনাজপু‌রে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি

২০ জুন ২০২৫, ০২:৩৬ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক দু’টি ট্রেনের নিচে কাটা পরে দু’জন নিহত হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকালে চিরিরবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা (৬০) ও পশ্চিম সাইতাঁড়া গ্রামের গফুর শাহ পাড়ার এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪০)।

thumbnail_Dinajpur-_5

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আনজুমান আরা রেলস্টেশনের পাশের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পার্বতীপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এর পর দুপুর ১২টার দিকে একই স্থানে বাংলাবান্ধাগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন স্টেশনে প্রবেশের সময় জিয়াবুর রহমান ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত পরিচয় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ রায়হান আলী বলেন, তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস