images

সারাদেশ

বান্দরবানে চেক প্রতারণা মামলায় এনসিপি নেতার ৩ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১৯ জুন ২০২৫, ০১:২৭ পিএম

বান্দরবানে চেক প্রতারণা মামলায় জাতীয় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহিদুর রহমান সোহেলকে তিন মাসের কারাদণ্ড এবং একই পরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

সোমবার (২৬ মে) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ নুরু মিয়া এই রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ খলিল।

মামলার এজাহার থেকে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে শহিদুর রহমান সোহেল অভিযোগকারী মোহাম্মদ হারুনুর রশিদের কাছ থেকে ২ লাখ ১৮ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় ২০২৪ সালের ১০ জানুয়ারি বান্দরবান পৌরসভা মার্কেট ভবনে এক সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সোহেল অভিযোগকারীকে ইউসিবি ব্যাংকের একটি চেক প্রদান করেন।

তবে অভিযোগকারী তিন দফায় চেকটি ইউসিবি ব্যাংকে উপস্থাপন করলেও শহিদুর রহমান সোহেলের অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রতিবারই চেকটি প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে একাধিকবার টাকা ফেরতের জন্য অনুরোধ করা হলেও আসামি কোনো গুরুত্ব না দেওয়ায় অভিযোগকারী আইনের আশ্রয় নেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ খলিল জানান, টাকার বিষয়ে একাধিক সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। শেষ পর্যন্ত ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর চেক প্রতারণা আইনে মোহাম্মদ হারুনুর রশিদ মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্ত শহিদুর রহমান সোহেলকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করেন।

প্রতিনিধি/একেবি