images

সারাদেশ / শিক্ষা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শীর্ষে টাইমস ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে

জেলা প্রতিনিধি

১৯ জুন ২০২৫, ১২:৫০ পিএম

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে চলতি বছর বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথম স্থান অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল বুধবার (১৮ জুন) এ র‌্যাংকিং প্রকাশ করেছে। প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী গাকৃবি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম এবং আন্তর্জাতিক পর্যায়ে ৮০১-১০০০তম স্থানে গৌরবময় অবস্থানে রয়েছে।

জানা গেছে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি অভীষ্ট গোলের ভিত্তিতে বিশ্বজুড়ে ১৩০টি দেশের ২,৫২৬টি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবদান ও কার্যক্রম মূল্যায়ন করে র‌্যাংকিংটি করা হয়েছে। এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে টাইমস হায়ার এডুকেশন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাংকিং-২০২৫’ এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সেরা হয়েছিল। বিশেষ করে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল গাকৃবি। এছাড়া টিএইচই ২০২৫ এর এশিয়া র‌্যাংকিংয়ে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি শীর্ষস্থান অর্জন করেছিল। এছাড়া ২০২৪ সালের উরি র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৩০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির অবস্থান ছিল।

বিশ্ববিদ্যালয়ের এই অসাধারণ অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে, যা আমাদের জন্য এক গৌরবজনক অর্জন। এটি আমাদের শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়নে আমাদের অঙ্গীকার ও কার্যকর অংশগ্রহণ এই অর্জনের ভিত্তি।’

ভিসি আরও বলেন, ‘আমি এই সাফল্যে নিরলসভাবে অবদান রাখা সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল ও অগ্রসর হতে উদ্বুদ্ধ করবে, যাতে আমরা কৃষি শিক্ষা ও গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে আরও বড় ভূমিকা রাখতে পারি।’

উল্লেখ্য, এবারের র‌্যাংকিংয়ে দেশের ৮টি সরকারি ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

প্রতিনিধি/একেবি