জেলা প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ১২:২৮ পিএম
সাতক্ষীরায় এ বছর প্রথমবারের মতো একজন ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি মাহফুজুর রহমান (৬০), সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার বাসিন্দা এবং মৃত আজিজুর রহমানের ছেলে।
বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, মাহফুজুর রহমান বুধবার রাতে করোনা পরীক্ষার জন্য সদর হাসপাতালে আসেন। পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ এলে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রতিনিধি/একেবি