images

সারাদেশ

বগুড়ায় নকল ব্যান্ডরোল কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪

জেলা প্রতিনিধি

১৯ জুন ২০২৫, ১১:৫১ এএম

বগুড়ার একটি ছাপাখানায় র‌্যাবের অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোল ও বিভিন্ন ব্র্যান্ডের বিড়ির প্যাকেট জব্দ করা হয়েছে।

 এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে গতকাল বুধবার (১৮ জুন) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে।

র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের অধিনায়ক, সহকারী পুলিশ সুপার এনামুল হক রয়টার্সকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে নকল ব্যান্ডরোল ও বিড়ির প্যাকেট ছাপানো হচ্ছিল।’

দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলা অভিযানে চারটি ছাপাখানা ও দুটি কাটিং মেশিন জব্দ করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হচ্ছেন– নজরুল ইসলাম (৫২), জিসান ইসলাম (১৯), সাগর মিয়া (২১) এবং আরিফুল ইসলাম আরিফ (৩০)।

র‌্যাব জানায়, উদ্ধার করা মালামালের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এগুলো ব্যবহার করে সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।

এনামুল হক বলেন, ‘নকল ব্যান্ডরোল ছাপিয়ে আকিজ, সোনালী, গোপাল, মায়া প্রভৃতি কোম্পানির নাম ব্যবহার করে অবৈধভাবে বিড়ি বাজারজাত করা হচ্ছিল।’

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় আরও যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/একেবি