images

সারাদেশ

ভোটের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী বিএনপি: অধ্যাপক নার্গিস

জেলা প্রতিনিধি

১৮ জুন ২০২৫, ০৭:৪২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটাধিকারকেই ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ হিসেবে দেখে—বলেছেন দলের ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

বুধবার (১৮ জুন) যশোর শিল্পকলা একাডেমিতে ‘সমমনা শিক্ষক জোট’-এর আয়োজনে অনুষ্ঠিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘বিএনপি কোনো বায়বীয় আশ্বাসে নয়, জনগণের ভোটেই ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী। গত ১৬ বছর ধরে দলটি রাজপথে আন্দোলন করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, একটি সুচিন্তিত শিক্ষাব্যবস্থা রাষ্ট্রকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে এবং শিক্ষকদের ছাড়া তা সম্ভব নয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যশোর জেলা সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মকবুল হোসেন।

বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবসহ শিক্ষক নেতারা।

প্রধান আলোচক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার করেছে। অনেক শিক্ষক সে সময় জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাস্তি মেনে নিয়েছিলেন।

তিনি শেখ হাসিনার সরকারকে “ফ্যাসিস্ট” আখ্যা দিয়ে বলেন, ‘পরিকল্পিতভাবে সমাজের সম্মানিত পেশাগুলোকে ধ্বংস করা হয়েছে। শিক্ষকরা এখন সেই পরিস্থিতির শিকার।’

সেমিনারে আরও বক্তব্য রাখেন শিক্ষক নেতা আসাদুজ্জামান শাহীন, আমিনুর রহমান পিন্টু, রাজীব মাহমুদ, কামরুন্নাহারসহ অনেকে।

বিএনপি ২০০৮ সালের পর থেকে ধারাবাহিকভাবে নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছে। দলটি দীর্ঘদিন ধরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

প্রতিনিধি/একেবি