images

সারাদেশ

চট্টগ্রামকে ঝুলন্ত তারমুক্ত স্মার্ট সিটি বানাতে চুক্তি সই

জেলা প্রতিনিধি

১৮ জুন ২০২৫, ০৭:৪১ পিএম

ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে চট্টগ্রামকে ঝুলন্ত তারমুক্ত স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ফাইবার অ্যাট হোমের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

বুধবার (১৮ জুন) টাইগারপাস চসিক কার্যালয়ে এ চুক্তি সই হয়। 

চুক্তিতে নিজের প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ফাইবার অ্যাট হোমের জেনারেল ম্যানেজার সরফুদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন চসিকের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও ডা. এস এম সারোয়ার আলম।

সরফুদ্দিন ভুঁইয়া জানান, ফাইবার অ্যাট হোম প্রাথমিক পর্যায়ে চসিকের ২৩, ২৪, ২৭, ২৮, ৩১ নম্বর ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড ক্যাবল সিস্টেম গড়ে তুলবে। যার আওতায় প্রতিটি বাসার নিচে একটি বক্স থাকবে, যা থেকে ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এর ফলে ঝুলন্ত ইন্টারনেট ক্যাবল থাকবে না।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে হলে ঝুলন্ত তারের অব্যবস্থাপনাকে দূর করতেই হবে। এই চুক্তির মাধ্যমে আমরা নগরের নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে পরিকল্পিতভাবে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবলিং শুরু করতে যাচ্ছি। পর্যায়ক্রমে পুরো নগরে এটি বাস্তবায়ন করা হবে।

এই প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি নাগরিকরাও পাবেন নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা। প্রতিটি ভবনের নিচে একটি সংযোগ বক্স থাকবে, যেখান থেকে নিরাপদ ও স্থিতিশীল ইন্টারনেট সরবরাহ করা যাবে বলে জানান সিটি মেয়র।

তিনি আরও বলেন, চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরে রূপান্তর করতে ভূগর্ভস্থ ক্যাবলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা নগরের অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জাল সরিয়ে পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলতে চাই।

প্রতিনিধি/এএইচ