images

সারাদেশ

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

জেলা প্রতিনিধি

১৮ জুন ২০২৫, ০৪:১৩ পিএম

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।

বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত নগরীর পদ্মা নদীর বাঁধ ঘিরে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। এতে নেতৃত্বে দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।

thumbnail_raj2

এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আবু হুরায়রা, সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন, রাজপাড়া থানার তদন্ত অফিসার আবদুল আলিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নওগাঁ সদর হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেল অনিয়ম

এদিন অভিযানে মোট ৮টি দোকান উচ্ছেদ করা হয়। নগরবাসীর অভিযোগ, এসব দখলদারদের কারণে নদীর তীরে যাতায়াতে সমস্যা হয়। স্থানটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে।

thumbnail_raj4

এদিকে উচ্ছেদের পর সংশ্লিষ্ট দোকানিরা জানান, আশপাশে আরও দোকান ও বাড়ি থাকলেও শুধুমাত্র ৮টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

অভিযান শেষে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি-বাঁধ ও আই-বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। সেই অনুপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ বাদ পড়ে পরবর্তীতে তাদেরকেও উচ্ছেদ করা হবে।

প্রতিনিধি/এসএস