images

সারাদেশ

শিবচরে দুধ বিক্রেতা দুই ভাইকে পিটিয়ে জখম

জেলা প্রতিনিধি

১৮ জুন ২০২৫, ০৩:৪৮ পিএম

দুধ বিক্রি করতে যাওয়ার পথে মাদারীপুরের শিবচরে দুই ভাইকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৮ জুন) সকালে শিবচর পৌরসভার পূর্ব শ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—একই এলাকার আনোয়ার খানের দুই ছেলে, চুন্নু খান (৩৬) ও থান্ডু খান (৩২)।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা গেছে, বুধবার সকালে নিজ বাড়ি থেকে গাভীর দুধ বিক্রি করতে ভ্যানে করে স্থানীয় সাদিপুর বাজারে যাচ্ছিলেন দুই ভাই চুন্নু ও থান্ডু। পথে পূর্ব শ্যামাইল এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের ভ্যানের গতি রোধ করে অতর্কিতে হামলা চালায়। এ সময় লোহার রড, পাইপ ও হাতুড়ি দিয়ে তাদের এলোপাথাড়ি মারধর করা হয়।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় চুন্নু ও থান্ডুকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান মিঞা বলেন, ‘দুই ভাইয়ের ওপর হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি