images

সারাদেশ

কেরানীগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

১৮ জুন ২০২৫, ০৯:১১ এএম

ঢাকার কেরানীগঞ্জে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ বিষয়টি জানিয়েছেন সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

গ্রেফতার আসামির নাম মেহেদি হাসান (২৭)। তার বাবার নাম আবু সিদ্দিক। তার বাড়ি জাজিরা থানার শরীয়তপুর জেলার গঙ্গানগর গ্রামে।

তাকে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাব-১০। 

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে র‌্যাব-১০ এর মিডিয়া সেলের মাধ্যমে অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক শামীম হাসান সরদার (সহকারী পুলিশ সুপার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২ জুন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভিকটিমের (২০) বাসার দরজায় নক করে তার স্বামীর বন্ধু আসামি মেহেদি হাসান দাঁড়িয়ে থাকে। ভিকটিম তার স্বামী এসেছে মনে করে ভেতর থেকে দরজা খোলামাত্রই আসামি মেহেদি ভিকটিমকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিম নিজে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল উল্লিখিত আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে র‌্যাব-১০ এর উক্ত অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লিখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মেহেদি হাসানকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ