জেলা প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নাহিদ মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরের দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ মিয়া সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
![]()
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী করতোয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নাহিদের মৃত্যু হয়। খবর পেয়ে গলা কাটা লাশটি উদ্ধার করে বোনারপাড়া রেলওয়ে পুলিশ ।
সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, করতোয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নাহিদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস