images

সারাদেশ

৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি জেবুন্নেসাকে

জেলা প্রতিনিধি

১৭ জুন ২০২৫, ০৭:৪১ পিএম

বরিশাল ৫ আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে নতুন তিন মামলায় ফের গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশাল জেলহাজত থেকে আদালতে আনা জেবুন্নেছা আফরোজকে। সেসময় তার নামে দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেফতারের আবেদন করে পুলিশ। আদালত তিনটি মামলায় জেবুন্নেছাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।

আরও পড়ুন

বিস্ফোরক মামলায় এ্যানীসহ বিএনপির ৯ নেতা খালাস

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

ওসি মিজান বলেন, বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ দু’টি মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে। মঙ্গলবার তার নামে দায়ের হওয়া আরও তিনটি মামলায় শোনঅ্যারেস্ট দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার অভিযোগসহ পাঁচ মামলায় গ্রেফতার হয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন জেবুন্নেছা।

প্রতিনিধি/এসএস