images

সারাদেশ

গাইবান্ধায় ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি

১৭ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহিদ ইসলাম (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ‍জুন) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাওহিদ ইসলাম উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

আরও পড়ুন

মাদারীপুরে বাসের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

স্থানীয়রা জানান, তাওহিদ রিকশাযোগে মহিমাগঞ্জ থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় মহিমাগঞ্জমুখী একটি তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় তুষ বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।

প্রতিনিধি/এসএস