জেলা প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ১২:০৫ পিএম
প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ও জনস্বার্থে বাগেরহাট জেলার তিনটি পৌরসভার ১২ জন কর্মচারীকে একযোগে বদলি করেছে স্থানীয় সরকার বিভাগ। এই বদলি আদেশে বলা হয়েছে, আগামী ১৯ জুন তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের ৪৬০০০০০০০৬৩৯৯০০৩২৪-৯ নম্বর পরিপত্র অনুযায়ী এ বদলি কার্যকর করা হয়েছে।
এটি বাগেরহাট জেলার ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে এতজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির পৌর কর্মচারীকে এক পৌরসভা থেকে অন্য পৌরসভায় বদলি করার ঘটনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলিকৃতদের মধ্যে বাগেরহাট পৌরসভার কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।
এই বদলির মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে চায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। জনস্বার্থে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত মিলেছে।
প্রতিনিধি/একেবি