images

সারাদেশ

সাভারে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৫ জন আটক

উপজেলা প্রতিনিধি

১৭ জুন ২০২৫, ০৬:৫৮ এএম

ঢাকার সাভারে যৌথবাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের প্রধানসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

২৪ ঘণ্টায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নবম পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে তাদের আটক করা হয়। 

সোমবার (১৬ জুন) রাতে আটককৃতদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটকক ব্যক্তিরা হলেন—সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬), দুর্জয় (২৪) ও সমর (২৫)।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। রবিবার রাত থেকে শুরু হওয়া অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে চক্রের প্রধান সোহেল একটি হত্যা মামলার আসামি বলেও জানায় যৌথবাহিনী।

অভিযানে তাদের কাছ থেকে সুইস গিয়ার ছুরি, নগদ অর্থ এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল থেকে ডেইরি গেট, ডেইরি গেট থেকে সিএন্ডবি, এবং সিএন্ডবি থেকে সাভারের রোডিও কলোনি পর্যন্ত এলাকাকে তিন ভাগে ভাগ করে ছিনতাই কার্যক্রম পরিচালনা করত।

এ অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীম এবং পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/একেবি