images

সারাদেশ

নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

জেলা প্রতিনিধি

১৭ জুন ২০২৫, ০২:৫০ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সফি আহম্মেদ (১১) নামের এক স্কুল শিক্ষার্থী গত রোববার সকাল থেকে নিখোঁজ রয়েছে। চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় আছে তার পরিবার ও স্বজনরা। মানসিকভাবে কিছুটা অসুস্থ এই সন্তানকে খুঁজতে খুঁজতে নিরুপায় হয়ে বাবা এনামুল হক থানায় একটি লিখিত জিডি করেছেন।

সোমবার (১৬ জুন) বিকেলে জিডির বিষয়টি নিশ্চিত করেন থানার (ওসি) আবদুল হাকিম আজাদ।

নিখোঁজ শিশু সফি আহম্মেদ সুন্দরগঞ্জ পৌরসভার সবুজ শিক্ষালয় ও গ্রিন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি পৌরসভার ধুমাইটারি গ্রামে।

স্বজনরা জানিয়েছে, গত রোববার সকাল পৌনে ৭টার দিকে সফি আহম্মেদ প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপরে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শিশুর বাবা এনামুল হক বলেন, আমাদের সন্তান সফি আহম্মেদ নিখোঁজ হওয়ার পর থেকে আমরা দিশেহারা। যদি কেউ তার সন্ধান পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার একটি সহায়তাই আমাদের সন্তানের সন্ধান পেতে বড় ভূমিকা রাখতে পারে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ওই শিশু নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর আছে।

প্রতিনিধি/এফএ