images

সারাদেশ

মিরসরাইয়ে ঝরনায় গোসলে নেমে অনার্সের শিক্ষার্থী আসিফ নিহত

জেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৫, ১০:২৮ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনায় কূপে গোসল করতে নেমে আসিফ উদ্দিন (২৪) নামে এক অর্নাস ৪র্থ বর্ষের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ দুপুর) বেলা সাড়ে ১২টায় উপজেলার ওয়াদেপুর ইউনিয়নের রূপসী ঝরনায় এই ঘটনা ঘটে।

নিহত আসিফ চট্টগ্রাম শহরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেইট এলাকার মো. সরওয়ার কামাল গোলাপের ছেলে। সে চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, রোববার আসিফসহ ৫ বন্ধু মিলে চট্টগ্রাম শহর মিরসরাই উপজেলার ওয়াহেপদুর ইউনিয়নের রূপসী ঝরনায় ঘুরতে আসেন সকাল সাড়ে ১১টায়। বন্ধুদের সঙ্গে ঝরনায় হই হুল্লোড় মাতামাতির এক পর্যায়ে সবাই একসাথে গোসল করতে ঝরনার কূপে নামে। তাদের কেউ সাঁতার জানতো না। চার বন্ধু অন্যদের সহযোগিতায় তীরে উঠে আসলেও ডুবে যায় আসিফ। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ৯৯৯ ফোন দিয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে কূপ থেকে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।

নিহতের বন্ধু মেহেদী হাসান বলেন, নিহত আসিফ উদ্দিন, মাহিন নিশাত, রাকিব, হাসান ও আমিসহ আমরা ৫ বন্ধু শনিবার সকালে চট্টগ্রাম শহরের পূর্ব মাদারবাড়ি থেকে মিরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে আসি। ঝরনায় গিয়ে দেখি পানি নাই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন বৃষ্টি আসে। কিছুক্ষণ পর অন্যদের দেখাদেখি আমরা বন্ধুরা মিলে ঝরনার কূপে গোসল করতে নামি। আমরা কেউ সাঁতার জানতাম না। আমাদের মধ্যে কথা হয়েছিল, কে কতক্ষণ ডুব দিয়ে থাকা যায়। অন্যদের সহযোগিতায় উঠতে পারলেও আসিফ উঠতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে তারা এসে ঝরনার কূপ থেকে বন্ধু আসিফের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।

আরও পড়ুন

পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ গরু ব্যবসায়ী যুবকের মৃত্যু

তিনি আরও বলেন, আমরা কোথাও গেলে সবাই একসাথে যায়। একসাথে আনন্দ করতে এসে মুহূর্তের মধ্যে বন্ধুকে হারিয়ে ফেলেছি। তার পরিবারকে কি বলে সান্ত্বনা দেব বলে কান্নায় ভেঙে পড়েন মেহেদী।

যোগাযোগ করা হলে মিরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানো হয় ওয়াহেদপুরের ইউনিয়নের রূপসী ঝরনায় গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা কূপ থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহতের বন্ধুদের সাথে কথা বলে জানা গেছে তারা কেউ সাঁতার জানে না। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, ওয়াহেদপুর ইউনিয়নের রূপসী ঝরনায় গোসল করতে নেমে কূপে ডুবে আসিফ উদ্দিন নামে এক অর্নাসের শিক্ষার্থী মারা গেছে। মিরসরাই ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে আসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত ১২ জুন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া ঝরনা দেখতে এসে পা পিছলে পড়ে দুই পর্যটক আহত হয়।

প্রতিনিধি/এসএস