জেলা প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১০:৩০ পিএম
নেত্রকোনার কেন্দুয়ায় ওষুধ ভেবে কীটনাশক সেবন করে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) বিকেল ৩টার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
মৃত বৃদ্ধার নাম - ফুলেছা খাতুন (৬৫)। তিনি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের চিকনী আগপাড়া গ্রামের আবুল হাসেমের স্ত্রী।
ওই বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে বৃদ্ধা ফুলেছা খাতুন ওষুধ ভেবে ঘরে থাকা কীটনাশক সেবন করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানাজানির পর পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় বিকেল ৩টার দিকে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালে থাকা ওই বৃদ্ধার পরিবার ও আত্মীয়-স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। ওই বৃদ্ধা ওষুধ ভেবে কীটনাশক সেবন করে মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ