images

সারাদেশ

সরকারি অ্যাম্বুলেন্স সেবা বঞ্চিত বানারীপাড়ার রোগীরা

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৫, ০৯:৪৩ পিএম

বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস ধরে অ্যাম্বুলেন্স চালক না থাকায় চরম বিপাকে পড়েছে নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্তসহ হতদরিদ্র রোগীরা। ফলে জরুরি চিকিৎসা বা রেফার্ড করা রোগীকে উন্নত হাসপাতালে নিতে সরকারি অ্যাম্বুলেন্সের তিন থেকে চারগুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে চালক নিয়োগের মাধ্যমে সংকট দূরের দাবি জানিয়েছে স্থানীয়রা। চলতি মাসেই এ সংকট দূর হবে বলে জানিয়েছে বরিশাল সিভিল সার্জন দফতর।

স্বাস্থ্যকমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য ও স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আ্যাম্বুলেন্স চালক কাজী আব্দুর রহমানকে প্রশাসনিক কারনে বদলী (স্ট্যান্ডরিলিজ) করা হয়। সেই থেকে এ পদটি শূন্য রয়েছে। এ কারনে ছয় মাস ধরে এ স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স অব্যবহৃত অবস্থায় পরে আছে। ফলে একজন রোগী নিয়ে বরিশাল নগরীর শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে  যেতে বেসরকারি অ্যাম্বুলেন্সে গুণতে হচ্ছে পনেরো’শ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। অথচ সরকারি অ্যাম্বুলেন্স সচল থাকলে এ খরচ নেমে দাঁড়াতো মাত্র ৬শ টাকায়।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফকরুল ইসলাম মৃধা বলেন, চালক চেয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছি। কিন্তু চালক পদায়নের কোন উদ্যোগ নেই। অস্থায়ী চালক নিয়োগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন লাগবে।

বরিশালের সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী বলেন,  চালক নিয়োগে পরীক্ষা ও বাছাই কার্যক্রম চলমান রয়েছে। আশা করি চলতি মাসেই এ সমস্যার সমাধান হবে। এছাড়া অন্যান্য শূন্য পদগুলো নিয়োগের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/একেবি