জেলা প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ০৮:৩৫ পিএম
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১৫ জুন) দুপুর ১টার দিকে শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে তারা হাতকড়াসহ পালিয়ে যায়।
পলাতক আসামিদের নাম সুরুজ মাদবর ও দুলাল শেখ। তারা জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ এলাকার বাসিন্দা। পুলিশ দীর্ঘদিন আগে তাদের মাদক মামলায় গ্রেফতার করে আদালতে পাঠায়।
পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালায় এবং পরবর্তীতে দুজনকেই আবার গ্রেফতার করতে সক্ষম হয়।
জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ‘পুলিশ কাস্টডি থেকে পালানো দুই মাদক আসামি ফের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/একেবি