images

সারাদেশ

ঝিনাইদহে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৫, ১০:৪১ এএম

ঝিনাইদহ সদরের নরহরিদ্রা গ্রামে মুনতাহা নামের ২২ দিনের এক কন্যা শিশুকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিশুটির মা তানজীলা খাতুনকে হেফাজতে রেখেছে পুলিশ।

মুনতাহা হরিশংকরপুর ইউনিয়নের নরহরিদ্রা গ্রামের মিল্টন হোসেনের একমাত্র মেয়ে ।

জানা যায়, দুপুরে নিজ ঘরে শিশু মুনতাহাকে নিয়ে শুয়ে ছিল মা তানজীলা খাতুন। কিছুক্ষণ পর বাড়ির অন্য সদস্যরা এসে দেখে মুনতাহা সেখানে নেই। পরে শিশুর মাকে জিজ্ঞাসা করলে বলে কেউ জ্বীনের বেশে এসে ওকে নিয়ে গেছে। পরে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের নলকূপের ডোবা থেকে মুনতাহার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ পরকীয়ার জেরেই শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে তার মা।

আরও পড়ুন

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

তবে এই শিশুর মৃত্যুর পর ঘটনাস্থলে গিয়ে তানজীলা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোনটি হেফাজতে নিলেও এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান। লাশটি পোস্ট মর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস