images

সারাদেশ

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৫, ০৯:২০ এএম

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া মো. শাওন হোসেন (৫) নামে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের একটি ডুবুরি দল ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। শাওন শহরের গুনরাজদী এলাকার মো. আলমগীরের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই শিশু বাড়ি থেকে না বলে নিজেই শহরের বিআইডাব্লিউটিএ মোড় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে না পেয়ে ৯৯৯ কল দেয় স্বজনরা। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস নৌ ইউনিটের ডুবুরিরা ঘটনাস্থলে আসেন।

আরও পড়ুন

বাবার মৃত্যুর ৭ দিন পর বাসচাপায় ছেলে নিহত

চাঁদপুর নৌ ফায়ার ইউনিটের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমরা বেলা পৌনে ১টায় ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হই। ঘটনাস্থল কাছে হওয়ায় কয়েক মিনিট পর থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়। এক ঘণ্টার মধ্যেই উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। পরবর্তীতে ওই শিশুর বাবার কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/এসএস