images

সারাদেশ

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৫, ০৬:৪১ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে এ ঘটনাটি ঘটেছে। নিহত অলি চৌধুরী উপজেলার রাইয়াপুর গ্রামের রঙ্গু চৌধুরীর ছেলে।

নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. দুলাল মিয়া বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

ক্যানসারে মারা গেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী

স্থানীয় বরাত দিয়ে পুলিশ জানায়, অলি চৌধুরী গ্রামের মসজিদের গাছে জাম পাড়তে উঠেন। কিছুক্ষণ পর অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে সুরতহাল শেষে তার লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

প্রতিনিধি/এসএস