জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ০৬:২৪ পিএম
টানা কয়েকদিনের তীব্র তাপদাহে নীলফামারীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। গরমে হাঁসফাঁস করছিল মানুষ থেকে শুরু করে পশুপাখিও। তবে সেই দুর্ভোগের অবসান ঘটিয়ে জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি।
শনিবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল প্রচণ্ড গরম। দুপুর ২টার দিকে জেলার ডিমলা উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে ওঠে, এরপর ধীরে ধীরে শুরু হয় বৃষ্টিপাত। গুঁড়িগুঁড়ি এই বৃষ্টিতে কিছুটা প্রশান্তি ফিরে আসে মানুষের মুখে।
স্থানীয়রা জানান, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, বাইরে বের হওয়াও কষ্টকর হয়ে পড়েছিল। আজ দুপুরের দিকেও প্রচণ্ড তাপমাত্রা ছিল। হঠাৎ এই বৃষ্টির পর মনে হচ্ছে যেন আবার প্রাণ ফিরে পেয়েছি।
বৃষ্টিতে শিশু-কিশোরদের অনেকেই রাস্তায় ও মাঠে ভিজে আনন্দে মেতে ওঠে। এটি যেন প্রকৃতির এক উপহার—দীর্ঘ প্রতীক্ষার পর মিলেছে স্বস্তি ও স্বাভাবিক জীবনের ইঙ্গিত।
নীলফামারী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আরও কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে করে গরমের তীব্রতা কমবে এবং পরিবেশে স্বাভাবিকতা ফিরবে বলে আশা করা যাচ্ছে।
তীব্র গরমের পর এই স্বস্তিদায়ক বৃষ্টি যেন এলাকাবাসীর জন্য প্রকৃতির এক পরম উপহার হয়ে এসেছে।
প্রতিনিধি/একেবি