images

সারাদেশ

বান্দরবানে এনসিপির জেলা সমন্বয় কমিটির অনুমোদন

জেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৫, ০৮:১৩ পিএম

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২৯ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে মো. শহীদুর রহমান সোহেলকে প্রধান সমন্বয়কারী করে এই কমিটি ঘোষণা করা হয়।

সূত্রে জানা যায়, গত ৫ জুন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, তিন মাস মেয়াদে (আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত) এই কমিটি কার্যকর থাকবে।

thumbnail_FB_IMG_1749795238096

এ কমিটিতে অন্য যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন তপন মার্মা, লুক চাকমা, আ.হ.ম. সায়েম, অংথুই মার্মা, আব্দুল্লাহ আল মামুন, মো. মিজানুর রহমান আখন্দ, এসিং মার্মা, খালেদ মোশাররফ মাসুদ, আশরাফুল ইসলাম ও আব্দুল গফুর।

thumbnail_FB_IMG_1749795240733

এছাড়া সাধারণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মো. নাজমুল হাসান, বিপ্লব চাকমা, বিনয় জ্যোতি চাকমা, আব্দুল্লাহ আল নোমান, গোলাম মোস্তফা, তৌকির আযাদ অভি, আল মামুন, আলী হায়দার রাব্বী, এহতেশামুল হক, ফিলিপ ত্রিপুরা, রাশেদুল, লাল পেখতার বম, অংচিং মার্মা (লামা), সাজেদা বেগম, ইয়াছমিন নূরী আক্তার, মোহাম্মদ ফাহিম, কামরুজ্জামান সিয়াম ও শাহরিয়ার সাকিব।

প্রতিনিধি/এসএস