images

সারাদেশ

ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা অমিত

জেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৫, ১০:০২ এএম

যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার হওয়া ৭ বছরের সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। একইসঙ্গে আইনি সুবিচার পেতে জেলার জাতীয়তাবাদী আইনজীবীদের নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) যশোর জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শিশুটির চিকিৎসার ব্যাপারে তিনি কথা বলেন।

বুধবার যশোরের চৌগাছায় নিজ বাড়ির পাশে শিশুটি প্রতিবেশীর কাছে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর লজ্জাস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসক রাতেই অপারেশন করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দিলে অভিযুক্ত মিজানুর রহমানকে (৫৫) পুলিশ আটক করে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ওই মামলায় আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিশুটির মা হাসপাতালে জানান, তার মেয়েটি বুধবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় শিশুটিকে একা পেয়ে মিজানুর জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে। এরপর মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে কান্না করছিল। তার কাছ থেকে ঘটনা শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; কিন্তু তার লজ্জাস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকরা তাকে অপারেশন করেন। তার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা বলছেন, তার অবস্থা শঙ্কামুক্ত।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত বলেন, শিশুটিকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়। তার শরীরে লজ্জাস্থানে ক্ষত জায়গায় অপারেশন করা হয়েছে। এখন শিশুটিকে অবজারভেশনে রাখা হয়েছে। 

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শিশুটির শরীরে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আলামত সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে। ঘটনার পরেই অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযুক্ত আসামিকে বিচারক কারাগারে প্রেরণ করেছেন।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোরের নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, শিশুটির সঙ্গে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। শিশুটির বাবা বিদেশ থাকে। এই পরিবারে কোনো পুরুষ সদস্য নেই। তাছাড়া তারা গরিব। ঘটনাটি জানার পর বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে আমরা শিশুটিকে দেখতে যাই। এ সময় তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন। নির্দেশনা দেন আইনি সহায়তা দেওয়ার।

প্রতিনিধি/ এজে