images

সারাদেশ

হাতিয়ায় পূর্ব ঘটনার জেরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

উপজেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৫, ০৭:২৭ এএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরোদ্দিতে পূর্ব ঘটনার জের ধরে বিএনপির দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর আহত হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। 

বৃহস্পতিবার (১২ জুন) রাত ৯টার সময় উপজেলার তমরোদ্দি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হলে ৪ জনকে হাতিয়ার বাইরে রেফার করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, একজনের অবস্থা আশঙ্কাজনক আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১০ জুন) বিকেলে তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর হায়দার গ্রুপ ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর কবির গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। তারই জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার সময় তমরোদ্দি বাজারে গ্রুপদ্বয়ের মাঝে পুনরায় এ সংঘর্ষ বাঁধে। 

এবিষয়ে হাতিয়া উপজেলা যুবদল নেতা অ্যাডভোকেট নুর হোসেন সুমন জানান, পূর্বের ঘটনার জের ধরে দুই গ্রুপের এ সংঘর্ষের সূত্রপাত বলে তিনি শুনেছেন।

প্রতিনিধি/ এজে