images

সারাদেশ

গাইবান্ধায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৫, ০৭:০০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাঙালি নদীতে ডুবে তানিয়া (৮) নামের এক শিশু নিখোঁজ হয়। এ ঘটনার ১৭ ঘণ্টা পর এ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দল।

বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার দেওয়ান তলা ব্রিজ এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মৃত তানিয়া উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের বিশপুকুর গ্রামের তাজিনুর রহমানের মেয়ে। 

এর আগে বুধবার (১১ জুন) বিকেলের দিকে গোবিন্দগঞ্জের বিশপখইর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় তানিয়া। এরপর স্থানীয়রা নদীর পানিতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেলে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়েও মরদেহ না পেয়ে ফিরে যায়।

এরপর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দেওয়ানতলা ব্রিজ এলাকায় শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস তানিয়ার লাশ উদ্ধার করেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আতিতুল ইসলাম বলেন, পানির স্রোতের কারণে মরদেহটি ঘটনাস্থলের ভাটির দিকে ভেসে যাওয়ায় গত বুধবার লাশ উদ্ধার সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ