images

সারাদেশ

ফেসবুকে স্ট্যাটাসের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৫, ০৩:৫২ পিএম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদ করায় মো. জসিম হাওলাদার (৩০) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মো. কিসলু সিকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাটিকেলবাড়ি গ্রামের মো. আদম আলী সিকদারের ছেলে।

বুধবার (১১ জুন) রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত জসিম হাওলাদার একই ইউনিয়নের ব্যাসকাঠি গ্রামের মো. বাদশা হাওলাদারের ছেলে। তিনি গুয়ারেখা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক।

জানা গেছে, স্থানীয় মো. কিসলু সিকদার ফেসবুকে প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে ও সরকারবিরোধী একাধিক স্ট্যাটাস দেন। সন্ধ্যার পর তিনি রাজবাড়ী বাজারে বের হলে জসিম হাওলাদার তাকে এই ধরনের স্ট্যাটাস না দেওয়ার জন্য নিষেধ করেন। এতে কিসলু সিকদার ক্ষিপ্ত হয়ে জসিমকে চড়-থাপ্পড় মারেন। এরপর কিসলু তার অনুসারীদের মোবাইলে বিষয়টি জানালে শফিক সিকদার, নাঈম সিকদার ও শামীম সিকদারের নেতৃত্বে তারা জসিম হাওলাদারকে ধরে নিয়ে গিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরবর্তীতে পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির সহযোগিতায় জসিম হাওলাদারকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মিরাজুল ইসলাম বলেন, রোগীর মুখ ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। পিঠের আঘাত ফুসফুসের কাছাকাছি পৌঁছেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই বিলম্ব না করে রোগীকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান বলেন, ‘বিষয়টি শুনেছি। খুবই দুঃখজনক। আহত জসিম হাওলাদার সুস্থ হয়ে বাড়ি ফিরলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে অভিযুক্ত মো. কিসলু সিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি