জেলা প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১২:৫০ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশালাকৃতির একটি পাঙ্গাস মাছ। মাছটির ওজন প্রায় ১৯ কেজি, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৬টার দিকে জেলেরা যখন নদীতে জাল ফেলেন, তখনই ধরা পড়ে এই ‘দানব পাঙ্গাস’। পরে সকাল ৭টার দিকে দৌলতদিয়া টার্মিনালে কেসমতের আড়তে মাছটি নিয়ে আসা হয়। সেখানে একটি প্রকাশ্য নিলামে মাছটির প্রতি কেজি দাম ওঠে ১ হাজার ৫০০ টাকা, ফলে মোট ২৮ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান, ‘মাছটি আমি রাজধানী ঢাকার একজন ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করেছি। মোট দাম হয়েছে ৩০ হাজার ৪০০ টাকা।’
এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘পদ্মা নদীতে মাঝেমধ্যেই বড় বড় ইলিশ, রুই, কাতলা, বোয়াল, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। এই ধরনের মাছ বিক্রি করে স্থানীয় জেলেরা ভালো আয় করতে পারছেন, যা তাদের জীবিকা নির্বাহে সহায়তা করছে।’
স্থানীয়রা জানান, বড় মাছ ধরার খবরে নদীঘাট এলাকায় জড়ো হন অনেক উৎসুক মানুষ। অনেকে মাছটির ছবি ও ভিডিও তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
প্রতিনিধি/একেবি