images

সারাদেশ

৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১০ জুন ২০২৫, ০৯:৪৩ পিএম

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ছয় মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি মো. সামছু মিয়া (২৫) গ্রেফতার হয়েছেন। 

মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাতে এ বিষয়টি জানিয়েছে পুলিশ।

গ্রেফতার আসামি সামছু মিয়া জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের নিদান আলীর ছেলে।

রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।

তিনি বলেন, দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে পুলিশ অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে।

প্রতিনিধি/ এমইউ