images

সারাদেশ

দিনাজপুর সীমান্তে নারীসহ ১৩ জনকে বিএসএফের পুশইন

জেলা প্রতিনিধি

১০ জুন ২০২৫, ০২:৪২ পিএম

দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন‌কে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোরে বিরল উপজেলার এনায়েতপুর বিওপির সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

পুশইন হওয়া ১৩ জনের মধ্যে দুই জন পুরুষ, দুই জন নারী ৯ জন শিশু। বিজিবি টহলরত সময় দেখতে পেয়ে তাদেরকে আটক করে।

দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তি‌নি জানান, আটককৃত ব্যক্তিরা বাংলাদেশি নাগরিকত্ব এর তথ্য যাচাই-বাছাই এর কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধি/ এজে