জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ০৭:২০ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ জুন) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে পৌরশহর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার গোলাম মোস্তফা শেখের ছেলে মো. জহিরুল আলম শেখ মিঠু (২৮) ও কাজিয়াটি এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে মো. হৃদয় মিয়া (৩২)।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, একটি মাদক মামলায় শেখ মিঠুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসাথে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে অপর একটি মাদক মামলায় হৃদয় মিয়াকে সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারের পর তাদের আজ কারাগারে পাঠানো হয়েছে। থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান আছে।
প্রতিনিধি/ এমইউ