images

সারাদেশ

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরলো ৮ প্রাণ

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৫, ০৬:২৬ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ আট ব্যক্তি নিহত হয়েছেন। গত ১৮ ঘণ্টার মধ্যে তিন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ জুন) বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের সৃষ্টিরতল নামক স্থানে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ফকিরহাটে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

এদিকে শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রইচ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। এছাড়া গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের বোগদহ কলোনি এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালকসহ দু’জন নিহত হয়েছেন।

অপরদিকে বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ নামক স্থানে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাস্থলেই আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন বেগম (২৫) নিহত হয়েছেন।

আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

নিহত আনোয়ার হেসেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শিলকুড়ি ইউপির কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে। তারা দু’জনেই গার্মেন্টসে চাকরি করতেন। ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এসব সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার স্থানগুলোতে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ