images

সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধাসহ ৬৪ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৫, ০৮:৩৮ পিএম

“প্লাস্টিক নয়, প্রকৃতির জয়” এবং “আজ একটি গাছ, আগামীর আশ্বাস”— এই দুটি স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি পালন করেছে ‘মিশন গ্রিন বাংলাদেশ’ এবং ‘স্বপ্নচূড়া ফাউন্ডেশন’।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) দেশের ৬৪টি জেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে ও জনসমাগমস্থলে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে আলোচনা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহের-এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাসানুল ইসলাম রিপন, আবু রায়হান রাসেদ, রায়হান হোসাইন, শরিফ শুভ, ইমতিয়াজ আহমেদ, আবু হোসেন ও শরিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীসমাজ, স্বেচ্ছাসেবক ও পরিবেশ সচেতন নাগরিকরা।

আয়োজকরা জানান, এ কর্মসূচি একদিনের মধ্যে সীমাবদ্ধ নয়—সারা বছরজুড়ে দেশের প্রতিটি অঞ্চলে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

তারা আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও সচেতনতা সৃষ্টি হচ্ছে।

পরিবেশ সংরক্ষণে জাতীয় পর্যায়ে গণসচেতনতা তৈরির প্রত্যাশা ব্যক্ত করে আয়োজকরা বলেন, “এটি আমাদের প্রাথমিক পদক্ষেপ। ভবিষ্যতেও আমরা দেশজুড়ে ধারাবাহিকভাবে পরিবেশ রক্ষায় কাজ করে যাবো।”

প্রতিনিধি/একেবি