জেলা প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ০৭:৪৮ পিএম
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে ২২ রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকালে তাদের মধ্যে ১৪ জনকে টেকনাফ বাস স্টেশন এলাকার আবু ছিদ্দিক মার্কেটের কাছে অপেক্ষা করতে দেখা যায়।
এরা মিয়ানমারের বুচিডং শহরের লম্বাবিল এলাকার মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য। এর মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ এবং ১০ জন শিশু রয়েছে।
মোহাম্মদ আমিন ও মোস্তফা কামাল জানিয়েছেন, তারা মিয়ানমার থেকে নৌকা যোগে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা হয়ে বঙ্গোপসাগরের টেকনাফের মহেশখালীয়া পাড়া উপকূলে এসে পৌঁছান। নৌকায় মোট ২২ জন রোহিঙ্গা ছিল। অপর ৮ জন নৌকা থেকে নেমে অন্যত্র পালিয়ে গেলেও এই ১৪ জন অটোরিকশা যোগে টেকনাফ স্টেশন এলাকায় পৌঁছান। তারা মাকের্টটিতে আশ্রয় নিয়েছিলেন এবং গোয়েন্দা সংস্থার লোকজন তাদের আটক করে রেখেছিল।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিষয়টি বিজিবিকে জানানো হলে, বিজিবি এসব রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, ১৪ রোহিঙ্গাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সংঘাতের পর, ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখল করে নেয় আরাকান আর্মি। এরপর থেকে ১ মে পর্যন্ত ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশের তথ্য দেয় ইউএনএইচসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।
প্রতিনিধি/একেবি