images

সারাদেশ

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ আটক ৩

জেলা প্রতিনিধি

০৪ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

কক্সবাজারের টেকনাফে দীর্ঘ ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

বুধবার (৪ জুন) সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়ায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ উপজেলার রাজারছড়ার আব্দুল আমিনের ছেলে নজির আহম্মদ (৪৮), আব্দুল জলিলের ছেলে জাকির হোসেন (৪৭) ও মৃত কাশেমের ছেলে মো. হাসান আলী (৪৮)।

আরও পড়ুন

হবিগঞ্জে জমির জাল সার্টিফাইড পর্চা তৈরি চক্রের ২ জন গ্রেফতার

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাঠানোর উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের ২টি টিম বুধবার সকালে রাজারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘ ১০ ঘণ্টা অভিযানের পর ৮০ হাজার ইয়াবাসহ ৩ জনকে রাজারছড়া এলাকা থেকে আটক করা হয়। এ সময় অপর একজন কৌশলে পালিয়ে যায়।

thumbnail_1000176493

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন পন্থায় অবৈধভাবে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক।

প্রতিনিধি/এস এস