জেলা প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ০৮:২৬ পিএম
হবিগঞ্জে সরকারি কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জাল করে জমির ভুয়া সার্টিফাইড পর্চা/খতিয়ান তৈরির অভিযোগে ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জেলা প্রশাসন। তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুরে এই দু’জনকে আদালতে প্রেরণ করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে থানায় দেওয়া হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার বহুলা এলাকার মারফত উল্যার ছেলে আব্দুল কদ্দুস ও মাস্টার কোয়ার্টার এলাকার শাবালগ মিয়ার ছেলে আনোয়ার হোসেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ দাস জানান, এই চক্রটি জমির সার্টিফাইড পর্চা/খতিয়ান বের করে দেওয়ার কথা বলে সেবাগ্রহীতাদের কাছ থেকে ১০০ টাকা সরকারি ফির জায়গায় অনেক বেশি টাকা নিতেন। পরে অনলাইন থেকে পর্চা/খতিয়ান ডাউনলোড করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নকল সিল ও স্বাক্ষর বসিয়ে সার্টিফাইড কপি বলে চালিয়ে দিতেন। একই কাজে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে রাতে পুলিশে দেওয়া হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন শাহীন বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তার দায়ের করা মামলায় দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে দু’জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রতিনিধি/এসএস