images

সারাদেশ

রাজপথের আন্দোলনেই নির্বাচন দিতে বাধ্য হবে সরকার: খোকন তালুকদার

জেলা প্রতিনিধি

০৪ জুন ২০২৫, ০৬:১৪ পিএম

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, গত ১৭ বছরে রাজপথে বিএনপির আন্দোলন, ত্যাগ ও শহীদের রক্তের বিনিময়ে আজও দেশে গণতন্ত্রের আশা বেঁচে আছে। তিনি বলেন, এই ত্যাগ-তিতিক্ষার ইতিহাস সামনে আনলে বর্তমান সরকার আজই নির্বাচন দিতে বাধ্য হবে।

বুধবার (৪ জুন) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকরে নবগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। কিন্তু যদি নির্বাচন নিয়ে তালবাহানা করা হয়, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।’

খোকন তালুকদার অভিযোগ করে বলেন, ‘গত ১৫ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট হয়েছে রাতে। কেউ ভোটকেন্দ্রে গেলেও তার ব্যালট ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়া হয়েছে। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। এজন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের সরকারের অধীনেই ভোট হতে হবে। এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আমরা চাই, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক।’

নতুন দল গঠন ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি জনগণের প্রকৃত আন্দোলনে সামিল না হন, তাহলে আন্দোলনের সামান্য ফলও পাবেন না।’

অনুষ্ঠানে ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একেবি