জেলা প্রতিনিধি
১৮ জুন ২০২২, ০১:২০ পিএম
সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম দেখে আশা জাগছে মানুষের মনে। প্রাকৃতিক এই ভয়াবহ দুর্যোগে সেনাবাহিনী মাঠে না নামলে এমন পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষদের হিমশিম খেতে হত। সরকারের নির্দেশে সেনাবাহিনী এমন কাজে প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন অনেকে।
এ ধাপের বন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ নৌকা না থাকার ফলে ঘরবন্দী ছিলেন। এমন অবস্থায় সেনাবাহিনী নৌকা নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে। একটি ছবিতে দেখা যায় একজন অসুস্থ মহিলা রোগীকে কোলে করে নৌকাতে তুলছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এমন ছবি সকলের হৃদয় স্থান করে নেয়। সেনাবাহিনীর এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করছেন অনেকে।
দেশের যেকোনো সংকটাপন্ন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পক্ষে কাজ করে। এমন মানবিক কর্মকাণ্ডের জন্য দেশের সর্বস্থরের মানুষের মনে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামীতেও যেকোনো দুর্যোগে মানুষ জন্য এমন মানবিক সেনাবাহিনী দেখবে বলে মনে করেন সাধারণ মানুষ।
উল্লেখ্য, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দি মানুষদের উদ্ধারে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও সুনামগঞ্জে গতকাল (১৭ জুন) থেকে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে শনিবার (১৮ জুন) থেকে উদ্ধার কাজে নৌবাহিনীও যুক্ত হয়েছে।
এএ